দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'


দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'

মঙ্গলগ্রহে তরল পানীয় সন্ধান পাওয়ায় বসবাসের আশা খুজছেন নাসার বিজ্ঞানীরা

প্রতিবেদক: মেহেদী রাকিব

সম্প্রতি নাসার বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন মঙ্গলগ্রহে করল পানির সন্ধান মিলেছে । এমনই প্রতিবেদন প্রকাশ করেছেন “প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স (পিএনএএস)”

পিএনএএসের এর প্রকাশিত বিবিসি এক প্রতিবেদনে জানায় যে, ২০১৮ সালে মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠে ইনসাইট ল্যান্ডার প্রবেশ করে। এ ল্যান্ডারের সিসমোমিটারের সাহায্যে মঙ্গলগ্রহের ভূকম্পন রেকর্ড করা হয়। এ কম্পনের মধ্য দিয়ে গত চার বছরে মঙ্গল গ্রহের গতি এবং অভ্যন্তরে তরল পানির অস্তিত্ব রয়েছে কিনা তা জানা যায়।
ইনসাইট ল্যান্ডারের সাহায্যে এই প্রথম মঙ্গলগ্রহের পাথুরে ভূপৃষ্ঠের বাইরের ভূত্বকের গভীরে তরল পানির অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছেন।
যদিও মঙ্গলে এর আগেও বেশ কয়েকবার পানির সন্ধান মিলেছে । তবে এটি তরল অবস্থায় না। বরফ এবং বাস্পীয় অবস্থায় দেখা গেছে। আর তরল পানি ছাড়া কোনো স্থানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব না। তাই প্রানের অস্থিত্ব খুজছেন মঙ্গলে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মাঙ্গা । তিনি বলেন, ‘মঙ্গল গ্রহের ভূত্বকের প্রায় ৬ থেকে ১২ মাইল গভীরে তরল পানির আধার রয়েছে। এ অনুসন্ধানটি বিজ্ঞানীদের মঙ্গলে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের এক ধাপ এগিয়ে নিবে কারণ যেহেতু তরল পানির সন্ধান পাওয়া গেছে তাই ভূগর্ভে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে আশা করা যায়।

তবে মঙ্গলে নানুষ বসবাসের আশা করলেও তা পুরোটাই এখনো অসম্ভব কারন মঙ্গলের মাটি পৃথিবীর মাটির মতো সহজেই খনন করা যায় না । তাই এখনও এটি অসম্ভব।

তবে এই তরল পানি সন্ধানের পর বিজ্ঞানীরা প্রানের অস্তিত্ব খুজে চলছেন নাসার বিজ্ঞানীরা !

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।