দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'


দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'

দর্শক-ব্যতীত পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট আয়োজন

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্টটি দর্শকবিহীন আয়োজনের কঠিন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে চলমান সংস্কার কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করাচি টেস্টে দর্শক উপস্থিতির বিষয়ে এক বিবৃতিতে পিসিবি এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে পিসিবি বলেছে, “আমরা বুঝি, ক্রিকেটে আমাদের আবেগপ্রবণ দর্শকরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্শকরাই আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগায়। তবে, দর্শকদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সবকিছু বিবেচনা করে আমরা মনে করেছি, দ্বিতীয় টেস্টটি দর্শক ছাড়া আয়োজনই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।”

পিসিবি আরও জানায়, “এই সিদ্ধান্তের কারণে দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন, তারা স্বয়ংক্রিয়ভাবে পুরো অর্থ ফেরত পাবেন। দর্শকদের সাময়িক অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত, তবে আমরা আশ্বস্ত করতে চাই যে স্টেডিয়ামের চলমান সংস্কার তাদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে। এই সংস্কার কাজের লক্ষ্য ভেন্যুটিকে আরও দর্শক-বান্ধব করে তোলা এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য প্রস্তুত করা।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।