দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'


দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'

ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করবেন নাজমুল হাসান পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক, যিনি সাধারণত দীর্ঘ আলোচনায় অভ্যস্ত, এবার ব্যতিক্রমী আচরণ করেছেন। তিনি কিছুতেই কথা বাড়াতে চান না এবং ফোন রাখার তাড়াহুড়ি থেকে স্পষ্ট যে তিনি প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।

বর্তমান পরিস্থিতি অনেকটাই অস্থির। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার ফলে বিসিবিতে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এ সময় একটি স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি, তবে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করে আসা বিসিবির পরিচালকরা খুব একটা কিছু করতে পারছেন না। তারা নিজেরাও জানেন না যে দায়িত্ব চালিয়ে যাবেন, নাকি সরে যেতে হবে। এই অনিশ্চয়তার মধ্যে তারা কী ভাবছেন?

গতকাল সক্রিয় পরিচালকরা একটি বৈঠক করেছেন, যেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান সংস্কারের জন্য সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে অন্য এক পরিচালক জানিয়েছেন, নাজমুল হাসানের সঙ্গে তার যোগাযোগ নেই, তবে অন্য এক পরিচালকের মাধ্যমে জেনেছেন যে পাপন ভাই পদত্যাগ করতে চান।

বিসিবির বর্তমান পরিস্থিতি নিয়ে বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী, সংসদ সদস্য নাঈমুর রহমান, শেখ সোহেলসহ আরও কয়েকজন পরিচালক, যারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, ইতোমধ্যে দেশ ছেড়েছেন বা গা ঢাকা দিয়েছেন। বর্তমানে সাত-আটজন পরিচালক দৃশ্যপটে আছেন এবং তারা ১১ আগস্ট ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। তবে কেউই ৫ আগস্টের পর থেকে বিসিবির কার্যক্রমে অংশ নিচ্ছেন না, ফলে বোর্ডের কার্যক্রম ধীরগতিতে চলছে।

এদিকে, বিরোধী পক্ষ মিরপুরে পরিচালকদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্দেশনা এলে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন আরেক পরিচালক।

বোর্ডের পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের পরিচালক পদ আমার জীবিকার উৎস নয়। যদি আমি না থাকলে ভালো হয়, তবে থাকব না। যদি সুযোগ পাই, কাজ চালিয়ে যাব। জোর করলে ক্রিকেটেরই ক্ষতি হবে।’

বিসিবির ২৫ জন পরিচালকের মধ্যে ২৩ জন নির্বাচিত কাউন্সিলরদের মাধ্যমে এসেছেন। জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। চলমান পরিস্থিতিতে ক্রীড়া পরিষদ থেকে কোনো বার্তা আছে কিনা বা পদত্যাগ নিয়ে তাদের ভাবনা জানতে চাইলে, দুজনই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই ক্রিকেট বোর্ডে, কারণ তাতে নিষেধাজ্ঞার সম্ভাবনা তৈরি হতে পারে। যেমনটি শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছিল। একটি পরিচালক স্মরণ করিয়ে দিয়েছেন, ‘দেশের এবং ক্রিকেটের ভালোর জন্য সরকারকেও সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে।’ যে সিদ্ধান্তই আসুক, তা মানতে প্রস্তুত পরিচালকদের একটি বড় অংশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।