দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'


দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'

পেঁয়াজ ও আলু আমদানিতে শুল্ক কমাল: এনবিআর

আলু আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে, এবং ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি পেঁয়াজের উপর প্রযোজ্য ৫ শতাংশ রেগুলেটরি ডিউটিও পুরোপুরি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন।

তিনি উল্লেখ করেন, দেশে আলু ও পেঁয়াজের মোট চাহিদার সিংহভাগ অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে পূরণ করা হয়। তবে আমদানি শুল্ক কম থাকলে দেশীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য কৃষকদের উৎপাদনে উৎসাহিত করতে এবং প্রতিরক্ষণ বাড়ানোর লক্ষ্যে শুল্ক ছাড় চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

এ সিদ্ধান্তের ফলে আলু ও পেঁয়াজের বাজারমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলে এনবিআর আশাবাদী। এছাড়া, কৃষকদের উৎপাদনে আরও প্রণোদনা দেওয়া হবে। ভবিষ্যতেও যেকোনো রাষ্ট্রীয় প্রয়োজন মেটাতে নীতি সহায়তা প্রদানে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে রাজস্ব যোগানে এনবিআর কাজ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।