
শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে, যার ফলে ৫টি দোকানে লুটপাটও হয়।
নিহতদের মধ্যে রয়েছেন ট্রলিচালক মিজানুর রহমান মিজান (৩৫) ও শ্রাবণ (২২)। জানা গেছে, মিজান গৌরীপুর এলাকার মৌলভী আজাহার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীপুর ও খোয়ারেরপার মহল্লার শাপলা চত্বরে দুই কিশোরের মধ্যে কথাকাটাকাটির জেরে এই সংঘর্ষের সূচনা হয়। রাত সাড়ে ১০টার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় গৌরীপুর মহল্লার ট্রলি চালক মিজানকে প্রতিপক্ষ লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। সেনাবাহিনী ও পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত শ্রাবণকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ এলাকায় টহল শুরু করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে মৃত্যুজনিত কারণে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: যমুনা টিভি