
যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল আগামীকাল শনিবার ঢাকা আসছে। তাদের সঙ্গে যুক্ত থাকবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, যিনি সরাসরি ওয়াশিংটন থেকে নয়, দিল্লি সফর শেষে ঢাকায় আসবেন।
দিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি আলোচনা হবে বাংলাদেশ প্রসঙ্গেও।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ঢাকায় আসছে, যা বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের প্রতি যুক্তরাষ্ট্রের গুরুত্বের প্রতিফলন।’
তিনি আরও বলেন, ‘আমাদের আলোচনাটি বহুমাত্রিক হবে এবং কোনো একটি বিষয়ে সীমাবদ্ধ থাকবে না। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’ আলোচ্যসূচিতে কী কী বিষয় থাকবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোই আলোচনা হবে, তবে প্রতিনিধিদলের সঙ্গে বসার আগে কোনো নির্দিষ্ট আলোচ্যসূচির বিষয় প্রকাশ করে আলোচনা প্রভাবিত করতে চাই না।’