দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'


দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'

লেবাননে একদিনেই ৪০০ হামলা ইসরায়েলের

ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনার ওপর ৪০০টি হামলা চালিয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

অন্যদিকে, হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। গাজায় সংঘাত শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, “কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়ে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি দূর করেছে।”

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায়।

ইসরায়েলের এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, দেশের এই পরিস্থিতিতে তিনি নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদের সফর বাতিল করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।