
নিজস্ব প্রতিবেদক,
বাউফল সরকারি হাসপাতালে ও পথচারীদের মাঝে সেহেরী বিতরণ করলেন ছাত্রদল নেতা সৈকত মোল্লা।
বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শরিয়তুল্লাহ সৈকত মোল্লার নেতৃত্বে বাউফল সরকারি হাসপাতাল ও পরীদের মাঝে সেহেরী বিতরণ করা হয়েছে।
গত (১৪ মার্চ ) রাতে অসহায় রোগী ও তাদের স্বজনদের মাঝে এ সেহেরী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা।
সেহেরী বিতরণ শেষে শরিয়তুল্লাহ সৈকত মোল্লা বলেন, “রমজানের এই পবিত্র মাসে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদলের পক্ষ থেকে আমরা সবসময় সাধারণ মানুষের সেবায় কাজ করে যাবো।”
উল্লেখ্য, এই আয়োজনের মাধ্যমে বাউফলের ছাত্রদল নেতাকর্মীরা মানবসেবার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।