দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'


দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলের হামলা, নিহত ৪০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা চালিয়েছে ইসরায়েল, যার লক্ষ্য ছিল বাস্তুচ্যুতদের ক্যাম্প। এতে অন্তত ৪০ জন নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরের আগে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় অবস্থিত একটি তাঁবু ক্যাম্পে এই হামলা চালানো হয়, যা ইসরায়েলের আগে ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’ ছিল। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই এলাকায় ২০টিরও বেশি তাঁবুতে হামলা হয়েছে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর চাপ অনেক বেড়েছে।

আল জাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর উদ্ধারকর্মীরা ৯ মিটার গভীর গর্ত দেখতে পেয়েছেন, এবং ভুক্তভোগীদের উদ্ধারকাজ এখনও চলছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র একে ইসরায়েলের অন্যতম নিষ্ঠুর গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তারা খান ইউনিসের মানবিক অঞ্চলের একটি কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র পরিচালনাকারী হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করেছে। তবে আক্রমণের আগে বেসামরিকদের নিরাপত্তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ৭ অক্টোবর, ২০২৩ সালে হামাসের একটি বড় আক্রমণের পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েল স্থল ও বিমান হামলা অব্যাহত রেখেছে, যা হাসপাতাল, স্কুল, মসজিদসহ হাজার হাজার ভবনকে ধ্বংস করেছে। এই সংঘাতে গাজার প্রায় ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।