দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'


দেশ ব্যাপি উপজেলা প্রতিনিধি,জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রধান নিয়োগ দিচ্ছে 'জনসংবাদ২৪'

দখল করতে আসা ছাত্রদল নেতাকে বের করে দিল ববির সাধারণ শিক্ষার্থীরা

মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের একটি কক্ষ দখল করতে গেলে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয় ছাত্রদল নেতা মিনহাজুল ইসলামকে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাকে কক্ষ থেকে বের করে কক্ষটি তালাবদ্ধ করে দেন।সোমবার (৯ই আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।হলটির আবাসিক শিক্ষার্থী শহিদুল ইসলাম শাহেদ বলেন, ৫০২০ নাম্বার কক্ষটি মিনহাজুল নামের এক শিক্ষার্থী অবৈধভাবে দখল করছে এমন খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাকে কক্ষটিতে হাতেনাতে ধরা হয়। পরে সে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে না পেরে, তার বেড ও জামাকাপড় নিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।তবে মিনহাজুল ইসলাম বিষয়টিকে উদ্দেশ্যপ্রনোদিত বলে জানান। তিনি বলেন, আমি আমার এক ছোটভাই ও এক বন্ধুর জন্মদিন পালন করতে হলে গিয়েছিলাম। আমি আমার বন্ধুর রুম ৫০১৯ গিয়ে উঠি। ফোন আসলে কথা বলার জন্য বের হই। কথা বলতে বলতে আমি অবচেতন মনে ওই রুমে (৫০২০ নং রুমে) ঢুকে যাই। পরে কিছু শিক্ষার্থী এসে বলে আমি এ রুমে কি করি? তারা কথা বলতে বলতে আমাকে ভেতরে নিয়ে যায়।বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রেজা শরিফ বলেন, আমি এ বিষয়ে অবগত আছি এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে মিনহাজের বিষয়টা অবগত করেছি। তারা বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক মো. ইমরান হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সকল ধরণের রাজনীতি নিষিদ্ধ। কোনো ছাত্র সংগঠনের নেতাকর্মী অবৈধভাবে হলের কক্ষ দখল করতে পারে না৷ এটা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।